রবিবার ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে প্রতিবন্ধী ভাতা কার্ড এর জন্য প্রকাশ্যে যাচাই-বাচাই করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা এর উদ্যোগে ইউনিয়নের প্রতিটি এলাকায় মাইকিং করে যারা সুবিধা ভুগী হবেন তাদেরকে আনা হয় অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা’র কার্ডের জন্য ৯৫জন কে সার্বিক বিষয় বিবেচনা করে প্রকাশ্যে যাচাই-বাচাই করা হয়।
যাচাই বাচাইয়ে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা হাসপাতালের ডাঃ মুনিম হোসেন , ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, নবনিযুক্ত ইউপি মেম্বার মোস্তফা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া কোড়কদি ইউনিয়নে চেয়ারম্যান মুকুল হোসেন রিক্ত এর উদ্যোগে ১১০জনের প্রতিবন্ধী ভাতা যাচাই বাচাই করা হয়েছে।