সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনি সদরে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের আক্রমনে ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে সদরের শ্রীকলস গ্রামে এ ঘটনা ঘটে।
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শ্রীকলস গ্রামের আঃ গফফার গাইনের স্ত্রী হাচিনা বেগম জানান, তারা শ্রীকলস মৌজায় ৫২০ নং খতিয়ানে ৩৩৮ দাগ ও হাল ১০০৮ নং দাগে ১৫ শতক জমি ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে ২৫/৩০ বছর যাবৎ ভোগদখলে আছে। জমির সীমানায় পিলার দেওয়া। জমিতে যাতে ময়লা আবর্জনা ও ক্ষতিকর কিছু পড়তে না পারে সেজন্য পিলারের গা দিয়ে নেট টানানোর উদ্যোগ নিচ্ছিল তার পুত্র সেকেন্দার। এসময় প্রতিপক্ষ সোবহান গাজীর পুত্র রুহুল আমিন তাকে মারধর করে।
এসময় হাচিনা খাতুন ছেলেকে বাঁচাতে এগিয়ে গেল তাকেও কিলঘুষি ও লাথি মেরে আহত করে। এক পর্যায়ে বটি, চায়নীজ কুড়াল নিয়ে হামলা করে এবং অপর পুত্র আশিকুর রহমান জাহিদকেও ধরে এনে মারপিট করে। এনিয়ে মামলা বা কাউকে জানালে জীবনে শেষ করে দেবে বলে হুমকী দিয়ি তারা চলে যায়। গুরুতর আহত সেকেন্দার ও হাচিনাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।