মাগুরা প্রতিনিধিঃ দেশব্যাপী চাঞ্চল্যকর ঘটনা মাগুরায় পেট্রোল বোমায় ৫ শ্রমিক নিহতের মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সম্পাদক ও মাগুরা জেলা বিএনপির সেক্রেটারী সহ-সভাপতি সহ স্থানীয় বিএনপি যুবদল জামায়াত শিবিরের ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জসিট দাখিল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাগুরার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট্র ফারাহ মামুন এর আদালতে সন্ত্রাস বিরোধী আইনে এ চার্জসিট দাখিল করেছে পুলিশ দিয়েছে পুলিশ।
মাগুরার পুলিশ সুপার এ.কে.এম এহসানউল্লাহ সাংবাদিকদের জানান, ২০দলীয় জোটের অবরোধ চলাকালে ২১ মার্চ রাতে মাগুরা-যশোর সড়কের মঘির ঢালে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা হামলায় ৫ জন নিহতের ঘটনায় এ এস আই আব্দুস সালাম বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে সদর থানায় .মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২৬ এজাহার নামীয় আসামীর মধ্যে ৭ জনকে অব্যাহতি দিয়ে এবং নতুন আসামী নতুন আসামি সহ২৩ জনের চার্জসিট দাখিল করা হয়েছে। এ মামলার ১১ জন আসামি কারাগারে আটক রয়েছে।
চার্জসিটেঅভিযুক্তদের মধ্যে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় রাজীব হোসেন এবং কেন্দ্রীয় সেক্রেটারী আকরুমুল হাসান- মাগুরা জেলা বিএনপির সেক্রেটারী আলী আহমেদ, সহ-সভাপতি মনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের আমীর আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যপক বাকের, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন, পৌর কাউন্সিলর মাসুম হাসান কিজিল, জেলা ছাত্রদলের সেক্রেটারী ফিরোজ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম , রবিউল ইসলাম, আবু তাহের সবুজ, জালাল মোল্যা, মাহাবুর হোসেন, আলামিন, রাসেল মন্ডল, জাকারিয়া শেখ, বাদশা মিয়া, জামায়াত নেতা মুশতাক, এরশাদ, বাশি, অ্যাডভোকেটঃ মিজানুর রহমান,হিটু বিশ্বাস প্রমুখ ।
এ মামলায় তদন্তে অভিযোগ প্রমানিত না হওয়ায় ফারুক, পাভেল, রুবেল, হাসানুজ্জামান, রাসেল বিশ্বাস, মুন্সি তিতাশ ও মোবারাক বিশ্বাসকে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচী চলাকালে চলতি বছরের ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার মগীর ঢাল নামক স্থানে একটি বালুর ট্রাকে দূর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা হামলায় ৯ শ্রমিক দগ্ধ হয়ে মারাত্বক আহত হয়। আহতের মধ্যে ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ শ্রমিক মারা যায়।