রোবটের সঙ্গে জুড়ে দেওয়া আইপ্যাড স্ক্রিনের মাধ্যমে রোবটটি যা দেখবে আর শুনবে তার সবই দেখতে ও শুনতে পারবে পেটন। রোবটটিকে বিশেষ অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করবে পেটন। এর মাধ্যমে বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়ও করতে পারবে সে।
“হলওয়েতে সবাই যখন রোবটটিকে দেখবে, সবাই তখন জানবে পেটন স্কুলেই আছে। ও এখানে আমাদের সঙ্গেই আছে, আর প্রতিদিনের মতো স্কুলের সব কাজে সবার মতোই অংশ নেবে ও।”—মন্তব্য করেছেন পুলসভিল এলিমেন্টারি স্কুলের প্রিন্সিপাল ডগলাস রবিনস।
আর রোবটটি কিনতে প্রয়োজনীয় তহবিলের যোগান দিয়েছে পেটনের বন্ধুরাই। সব মিলিয়ে রোবটটির পেছনে খরচ হয়েছে ৩ হাজার ডলার।
রোবটটি বানিয়েছে মার্কিন প্রতিষ্ঠান ডাবল রোবটিক্স। পেটনের মতো পরিস্থিতির শিকার অনেকের জন্যই রোবট বানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও টেলিকমিউটার এবং চিকিৎসকদের জন্যেও রোবট বানায় প্রতিষ্ঠানটি।
রোবটটি ব্যবহারের ফলে, ক্যান্সারের চিকিৎসা চলাকালে স্কুলে পেটনকে নিয়ে যে অস্থিরতা তৈরি হতে পারতো তার অনেকটা এড়ানো যাবে বলে জানিয়েছে এবিসি নিউজ। পেটন যেমন একেবারে একা হয়ে পরবে না তেমনি তার বন্ধুদের মধ্যেও তাকে নিয়ে দুশ্চিন্তা হ্রাস পাবে বলে জানিয়েছে সাইটটি।