ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পেটনের প্রক্সি দেবে রোবট!

admin
November 25, 2015 4:34 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টানা ৫ সপ্তাহ স্কুলে যেতে পারবে না পেটন ওয়ালটন। কারণ তার ক্যান্সারের চিকিৎসা চলছে। আর তাই এই সময়ের মধ্যে পেটনের বদলে স্কুলে যাবে রোবট। ওই রোবটের মাধ্যমে হাসপাতালে বসে ক্লাসের পড়া শিখবে ১০ বছর বয়সের এ ছাত্রী।
এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পেটন নিজেই রোবটটির নাম দিয়েছে ‘পেটনস অসাম ভার্চুয়াল সেলফ (পাভস)”। পেটনের হয়ে পুলসভিল এলিমেন্টারি স্কুলে ক্লাস করবে পাভস।
http://www.anandalokfoundation.com/