বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্টে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মাছ না পেয়ে ছিপে কামড়াতে শুরু করেছ। চেকপোষ্ট এলকায় কাষ্টমস এ্যকটের সকল নিয়ম কানুন উপেক্ষা করে বন্ডেড এলাকার মাত্র দুই হাতের ভিতর তারা পাসপোর্টযাত্রীকে রাস্তায় দাঁড়িয়ে ক্যাম্পে নিয়ে আবার দৌড়ে তাড়িয়ে ধরে এনে হয়রানি করছে। বৃহত্তর বেনাপোল সীমান্তের চতুর্দিক থেকে রাত্রের আধাওে এমনকি দিনের বেলায় ও আসছে ফেনসিডিল, মদ, গাজা সহ নানা ধরনের মাদক দ্রব্য। সাথে বিনা পাসপোর্টে পাচার হচ্ছে মানুষ, যাকে স্থানীয় ভাষায় ধুড় বলা হয়।
বেনাপোল চেকপোষ্ট এলাকার একটি সুত্র জানায় বিজিবি সীমান্তের চতুর্দিকে হেয়ালী ভাবে ডিউটি করে কৌশলে এপারে ফেনসিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য ঢোকার সুযোগ করে দিয়ে পাসপোর্টযাত্রীদের হয়রানি করছে বিভিন্ন ভাবে।
চেকপোষ্ট কাষ্টমস পাচালীর পাশে চেয়ার নিয়ে বসে থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ি, টুরিষ্ট রোগী ছাত্র/ছাত্রী পাসপোর্টযাত্রীদের হয়রানি করছে বিজিবি। ঢাকার পাসপোর্টযাত্রী রুবেল হোসেন অভিযোগ করে বলেন আমি একজন ব্যাবসায়ি । আমার ব্যবসা সংক্রান্ত কাজে ভারতে যেতে হয় ঘন ঘন। আমার পাসপোর্টে ও ব্যবসায়িক ভিসা লাগানো । তারপর এ পথে আসলে বিজিবি ডেকে নানা পশ্ন করে। যাদি স্যাম্পলের কোন পন্য থাকে তা নিয়ে চলে আরো নানা রকম পশ্ন। তিনি অভিযোগ করে বলেন একই সরকারি সংস্থা কারো প্রতি কারো বিশ্বাস নেই। কারন কাষ্টমস তল্লাশি কেন্দ্র থেকে বের হওয়ার পর গেটে আবার সেই একই ব্যাগ খুলতে হয়। সেখান থেকে ছেড়ে দেওয়ার পর আবার খুলতে হয় বেনাপোল থেকে মাত্র ৫ কিলোমিটার দুরে বিজিবির আমড়াখালি চেকপোস্টে। আবার আমড়াখালি চেকপোষ্টের পর পথে টহলরত বিজিবি গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে। সেখান থেকে চলে যাওয়ার পর আবার যশোর ঢাকা রোডের খাজুরা নামক স্থানে চেক হয়। আমরা কি এদেশের মানুষ। বিজিবি যখন যা ইচ্ছা তখন তা করে আমাদের হয়রানি করে।
ভারত থেকে ফেরত আসা একাধিক পাসপোর্টযাত্রী অভিযোগ করে বলছে আমরা কোন রাষ্ট্রে বাস করছি। আমাদের একই দেশে একই জায়গায় কাষ্টমস গেটের এপার ওপার দুইবার একই ব্যাগ খুলে সব পন্য বের করে দেখাতে হচ্ছে। সরকারি কাষ্টমস এবং বিজিবি দুটো সংস্থা এদের ভিতর যদি বিশ^াসের ফাটল ধরে থাকে তা হলে সরকার দুটো সংস্থাকে কেন এক জায়গায় বসে ডিউটি করাচ্ছে না।
ঢাকার পাসপোর্টযাত্রী মাহবুব হোসেন অভিযোগ করে বলেন আমি একজন ছাত্র। আমি টুরিষ্ট ভিসায় ভারতে গিয়েছিলাম সেখান থেকে দেশে ফিরে কাষ্টমস এর আনুষ্ঠানিকতা সেরে গেট পার হয়ে কিছুদুর আসলে বিজিবি পিছন থেকে দৌড়াতে দৌড়াতে এসে আমার পিট ব্যাগ পিছন থেকে জোরে টান দিয়ে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবির ব্যাগ টান দেওয়াকে আমার মনে হলো আমি যেন কোন এক অপরাধি। পাসপোর্ট নিয়ে ভারত ভ্রমন আমার অপরাধ হয়েছে। সরকারকে রাজস্ব দিয়ে আমি ভারত গেছি ।
আবার সেখান থেকে দেশে ফিরে নিজ দেশের প্রশাসন কর্তৃক নাজেহাল এটা সত্যি বড় অপমান দায়ক। তিনি আরো বলেন আমাকে ক্যাম্পে নিয়ে আমার ব্যাগ থেকে সব বের করে দেখে আবার বলে গোছান তাড়াতাড়ি বক্যাম্প থেকে বের হন। আমি যেন বিজিবির কাছে এবং দেশের কাছে একজন অপরাধি লোক। বিষয়টি তিনি সরকারের উচ্চপর্যায়ের লোকের দেখার জন্য দৃষ্টি আকর্ষন করেছেন।