পাইকগাছা প্রতিনিধি- সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাইকগাছা পৌরসভা নির্বাচনে পুনরায় নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর। সেলিম জাহাঙ্গীরকে দলীয় প্রার্থী মনোনীত করায় নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।
রবিবার ২৭ ডিসেম্বর দুপুরে পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র সেলিম জাহাঙ্গীর আবারও নৌকার প্রতিক পাওয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের আনন্দ মিছিল করে।
বিগত দুটি নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে মেয়র সেলিম জাহাঙ্গীর টানা দুইবার মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশনের তফশীল ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি পাইকগাছা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।