বিনোদন ডেস্ক: কিসসা কাহিনী’র প্রথম প্রযোজনা সুখ চাঁন্দের মোড় নতুন বছরের প্রথম দিন মঞ্চস্থ হবে। শিল্প সংস্কৃতির সাথে শিক্ষার্থীর সংযোগ কর্মসূচী অনুষ্ঠান উপলক্ষে শিল্পকলার জাতীয় নাট্যেশালায় মঞ্চস্থ হবে এ নাটকের বিশেষ প্রদর্শনী।
আসাদুজ্জামান দুলালের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মো. জসিম উদ্দিন। এ দিন প্রায় আড়াই শত শিক্ষার্থীর উপস্থিতিতে নাটকটি মঞ্চস্থ হবে।
এ দিন নাট্যজন মামুনুর রশীদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মো. নোমান, সুরেশ চন্দ্র দাস (খোকন), মো. শামীম মিয়া, তানভীর আহমেদ, মোহাম্মদ জাভেদ (আকাশ), মো. জান্নাতুনআদনান (অভি), শুভজিৎ কুমার পাল, কাকন চৌধুরী, অমিতাভ রাজীব, পংকজ দাস (নিরব), মো. মাহবুবুর রহমান প্রমুখ। পোশাক ও শরীর অঙ্কনে- এনাম তারা সাকী, প্রপস ও সেট নির্মাণে ফজলে রাব্বি সুকর্নো। আলোক পরিকল্পনায় শওকত হোসেন সজীব।
গত ২৭ জুন, সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে শরীর অঙ্গন শিল্প সমৃদ্ধ সম্পূর্ণ নতুন ঘরাণার এই নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।