যশোর প্রতিনিধিঃ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর জেলা জাতীয় পার্টি।
বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন, সদস্য সচিব মিনহাজুল আরেফিনসহ জেলা যুব সংহতির বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, নারী ও শিশুদের ওপর যারা নির্যাতন করছে, তাদের ধরে কঠোর শাস্তি নিশ্চিত করতে না পারলে এ নির্যাতন প্রতিরোধ করা যাবে না। এ ব্যাপারে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন নেতৃবৃন্দ।