বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ নারী শ্রমিক তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত। যা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তিতে অসামান্য অবদান রাখছে। শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে সব উন্নয়ন সহযোগী দেশের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর গভর্নিং বডির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা এ কথা বলেন। তিনি আইএলও-এর ৩৫৩তম গভর্নিং বডির সভায় অংশ নিতে বর্তমানে জেনেভা সফরে রয়েছেন। আজ শনিবার (১৫ মার্চ) এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
জেনেভার বাংলাদেশ মিশন আয়োজিত এ মতবিনিময় সভায় জাপান, তানজানিয়া, নাইজার, মালওয়িয়ের চারজন মিনিস্টার ও যুক্তরাষ্ট্র, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, জাপান, ওমান, ফিলিপিন, নেপাল, নেদারল্যান্ডস ও মোজাম্বিকসহ ২০টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক পর্যায়ের শ্রমিক ও মালিকদের সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় উপদেষ্টা বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।