নাটোরে হত্যা ও বিস্ফোরকসহ পৃথক তিন মামলায় হাজির না হওয়ায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরিফ উদ্দিন এ আদেশ দেন। এদিন আদালতে হত্যা ও বিস্ফোরকসহ তিন মামলার চার্জ শুনানির দিন ধার্য্য ছিল।
এদিন আদালতে হত্যা ও বিস্ফোরকসহ তিন মামলার চার্জ শুনানির দিন নির্ধারিত ছিল। এর মধ্যে যুবলীগ কর্মী পলাশ হত্যা মামলায় দুলু ও বিস্ফোরক মামলায় তার স্ত্রী সাবিনা ইয়াসমিন চার্জ শুনানির দিনে আদালতে হাজির না হওয়ায় আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও চার্জ গঠন করেন।
দুলুর আইনজীবী আবুল হোসেন বলেন, বিএনপি নেতা দুলু ক্যান্সারে আক্রান্ত। তিনি বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মর্মে আদালতে চিকিৎসা সনদ এবং স্বামীর সেবা ব্যস্ত থাকা স্ত্রী সাবিনা ইয়াসমিনের সময় আবেদন চেয়ে আদালতে আবেদন করা হয়। কিন্তু বিচারক আবেদন নামঞ্জুর করে পৃথক মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।