13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নাগরপুরে একই রাতে তিন সংখ্যালঘুর বাড়ীতে দূধর্ষ ডাকাতি

admin
August 17, 2015 10:50 am
Link Copied!

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে একই রাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ৩টি বাড়ীতে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোষধারী ডাকাতদল পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ১৫ ভরি স্বর্নালংকার সহ মূল্যবান মালপত্র লুট করে নিয়ে গেছে। বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলা শহরের উপকন্ঠ কাঠুরী পাল পাড়ায় দূধর্ষ এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মুখোশধারী ২০/২৫ জনের একটি ডাকাতদল প্রথমে রনজিত ঘোষের বাড়ীতে হানা দেয়। ডাকাতরা বাড়ীর লোহার গেট ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে।এসময় তারা পরিবারের সদস্যদের এলোপাথারী ভাবে মারপিট করে।ভিত সন্তস্ত্র রনজিত ঘোষের সোকেজ ও আলমিরা ভেঙ্গে ১৩ ভরি স্বর্ন, ১৫ ভরি রৌপ্য ও নগদ ৩৫ হাজার টাকা লুটে নেয়। ডাকাতদল একই কায়দায় তপন ঘোষের বাড়ীতে ঢুকে ২ভরি স্বর্ন, ৩ ভরি রৌপ্য ও নগদ ৭ হাজার টাকা লুটপাট করে।এর পরে পাশের রাড়ী লিটন পালের বাড়ীতে ঢুকে তার দিকে বন্দুক তাক করে ঘরের আলমিরা ভেঙ্গে একটি মোবাইল, ৫হাজার টাকা ও ১টি স্বর্নের চেন নিয়ে যায়। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে। এঘটনায় রনজিত ঘোষ,ছেলে পলাশ ঘোষ,ছেলের বৌ বেদেনা রানী ঘোষ ছাড়াও রিপন ঘোষ, কৃষ্ণ ঘোষ,টুম্পা ঘোষ,লিটন পাল ও দিপালী ঘোষ আহত হয়েছে। পলাশ ঘোষ জানান ২০/২৫ জন ডাকাত মুখোশ পরা অবস্থায় কাটা বন্দুক,রিভলবার ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় গোটা পাল পাড়ায় আতংক ছড়িয়ে পড়ে।

আহত লিটন পাল জানান, ডাকাতি ঘটনা পুলিশকে জানালে পরে এসে সবাইকে মেরে ফেলবে বলে ডাকাতরা হুমকি দিয়ে যায়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) হাফিজ আল হাছাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

http://www.anandalokfoundation.com/