উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামাত নেতা ইনাতগঞ্জ ইউনিয়নের মনসুর গ্রামের মাসুদ আহমদ জেহাদী (৬০)কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ।
আগামী নির্বাচনকে সামনে রেখে নাশকতা পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার হয় । গতকাল মঙ্গলবার বিকেলে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁনের নেতৃত্বে এসআই এমরান হোসেন,এএসআই অনিক হোসেন,এএসআই রুবেল হোসেনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে ইনাতগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা করেন।
ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন জানান, মাসুদ আহমেদ জেহাদী জামায়েতে ইসলামী ইনাতগঞ্জের শীর্ষ নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতাকৃত বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।