মেহের আমজাদ,মেহেরপুর ( ২২ আগষ্ট, ২০১৬) : মেহেরপুরের নবাগত পুলিশ সুপার আনিছুর রহমানের সাথে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে পুলিশ সুপারের সভা কক্ষে পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, ডিবির ওসি জামাল উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, সাংগঠানিক কমান্ডার আমিরুল ইসলাম, অর্থ কমান্ডার সিরাজুল ইসলাম, দপ্তর কমান্ডার চাঁদ আলী প্রমুখ। এর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।