আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির শক্তিগড়ে একটি বেসরকারি ব্যাংকে ব্যাংক ডাকাতি করে পালানোকালে একদল নারী গ্রাহক রুখে দাঁড়ানোয় টাকার ব্যাগ ফেলে পালাতে বাধ্য হল সশস্ত্র ডাকাতরা। শেষ পর্যন্ত ডাকাত দলের ৩ জন ধরা পড়ে পুলিশের হাতে।
ব্যাংকটি ছিল শক্তিগড়ের একটি গলির তিনতলা বাড়িতে। ব্যাংকের সামনে নারী ঋণ গ্রাহকদের ভিড় ছিল। এমন একটি পরিস্থিতিতেই দুপুরে ব্যাংকের দুই কর্মকর্তা শিলিগুড়ি স্টেশন শাখা থেকে প্রায় ৫ লক্ষ রুপি নিয়ে শক্তিগড় শাখায় পৌঁছান। এ সময়ই হামলে পড়ে ডাকাতরা। সংখ্যায় পাঁচজন। ছিনিয়ে নেয় টাকার ব্যাগ।
ব্যাংকের দুই কর্মকর্তার ডাক-চিৎকারে ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা নারীরা প্রতিরোধ গড়ে তোলে। সুলেখা বৈদ্য নামে এক নারী দুষ্কৃতীকে জাপটে ধরে। পাশে থাকা মঞ্জুপাল দেব এবং কল্পনা মন্ডলও ঝাপিয়ে পড়ে। বেশকিছুক্ষণ ধস্তাধস্তিও চলে। একপর্যায়ে রিভলবার ব্যাবহার করে টাকার ব্যাগ ফেলেই অপেক্ষমান গাড়িতে করে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, ঘটনার পরেই চারদিকে তল্লাশি শুরু হয়। বিকেল তিনটে নাগাদ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ।
তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা