ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতার আশংকায় জামায়াতের ২ কর্মীসহ বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। সে সময় সদর ও মহেশপুর থেকে জামায়াতের ২ কর্মীকে গ্রেফতার করা হয়।
এছাড়া, অন্যান্য মামলায় মহেশপুর উপজেলা থেকে ১০ জন, সদর থেকে ৮ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু উপজেলা থেকে ৫ জন, কালীগঞ্জ থেকে ৪ জন ও কোটচাঁদপুর থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।