ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জেলহত্যা মামলায় একাই ডিসেনটিং রায় দিয়েছিলাম

admin
June 26, 2016 10:38 pm
Link Copied!

যাবজ্জীবন অর্থই হলো যাবজ্জীবন : প্রধান বিচারপতি বললেন, বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, যুদ্ধাপরাধীসহ অনেক মামলার রায় আমি দিয়েছি। বঙ্গবন্ধু হত্যা মামলায় কিছু ত্রুটি ছিল। সেগুলো আমি সংশোধন করতে পেরেছি।

আজ রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শনকালে এ কথা বলেন প্রধান বিচারপতি।

এস কে সিনহা বলেন, জেলহত্যা মামলায় দুঃখজনক হলেও সত্যি, আমি একাই ডিসেনটিং রায় দিয়েছিলাম। সেখানে ষড়যন্ত্র ছিল, প্রমাণিত হলো। ষড়যন্ত্রের জন্য তাদের শাস্তি হলো না, আমি স্তম্ভিত হলাম। পরিকল্পিতভাবে হত্যার জন্য যারা পরিকল্পনা করেছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত।’

যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘যাবজ্জীবন অর্থই হলো যাবজ্জীবন।’

প্রধান বিচারপতি বলেন, ‘একজন বিচারপতিকে বিচার করতে অনেক কিছু বিবেচনা করতে হয়। আমাদের জেল কোড অনেক পুরোনো। এটা নিয়ে ব্রিটিশ আমলে অনেক জগাখিচুড়ি হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে একধরনের বিভ্রান্তি রয়েছে। এটা নিয়ে অপব্যাখ্যাও রয়েছে।’

১৮৬০ সালের দণ্ডবিধির ৫৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের সংজ্ঞা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘দণ্ডের মেয়াদের ভগ্নাংশ হিসাবের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বছর মেয়াদের কারাদণ্ডের সমান বলিয়া গণনা করা হইবে।’

এর আগে প্রধান বিচারপতি কারাগারে এসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি কারাগারের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং বন্দিদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারুজ্জামান, জেলা প্রশাসক এস এম আলম, পুলিশ সুপার হারুন অর রশীদসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/