13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছোটদের জন্য ছবি বানাবেন শাহরুখ

admin
September 19, 2015 9:26 pm
Link Copied!

বিনোদন ডেস্ক: অভিনয় এবং প্রযোজনা দুটোই চালিয়ে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এর বাইরেও তার আছে অনেক প্লাটফর্ম। ক্রীড়া দল এবং বিনোদন থিম পার্কের মালিকানা পাওয়া এই অভিনেতা এখন ভিন্ন কিছু করতে চান। আর তা হল ছোটদের জন্য ছবি বানানো।

৪৯ বছর বয়সী শাহরুখ বলেন, আমি ছোটদের ভালবাসি। তাদের জন্য ছবি বানানোর ইচ্ছে আছে আমার। এই একটি কাজ আমি করতে চাই। তিনি আরও বলেন, খেলাধুলা, সন্তান এবং সিনেমা এই সবই দিন শেষে বিনোদন। আমি মনে করি, স্পোর্টস-ব্যবস্থাপনা কোম্পানি চালানো একটি নতুন ব্যবসা এবং এর মাধ্যমে উন্নতি সম্ভব। বর্তমানে কাজলের বিপরীতে দিলওয়ালে ছবির শুটিং করছেন শাহরুখ। রোহিত শেঠি পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

http://www.anandalokfoundation.com/