সিলেটের সাগরদীঘির পাড়ে ছুরিকাঘাতে যুবক হত্যার মামলার অন্যতম প্রধান দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৯।
শনিবার (০২ নভেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরখানের সামুলখার কমপ্লেক্স এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের বাগবাড়ি এলাকার নুরুল আমিনের ছেলে সেলিম ছালিম (২০)ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।
র্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ ও র্যাব ১ এর যৌথ অভিযানে ঢাকার উত্তরখানের সামুলখার কমপ্লেক্স এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হত্যা মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।