ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছাতকের সিংচাপইড় ইউপি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

admin
January 27, 2019 9:20 pm
Link Copied!

ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৩ জানুয়ারি এই তফসিল ঘোষণা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক বুধবার এক গণবিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৩১ জানুয়ারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি।

এদিকে, চেয়ারম্যান পদের উপ-নির্বাচনকে ঘিরে ইউনিয়নজুড়ে সাজ সাজ রব পড়েছে। সাধারণ ভোটার থেকে শুরু করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যেও বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। এলাকাবাসী জানান, এখানে সম্ভাব্য প্রার্থী তালিকায় ডজনখানেক প্রার্থীর নাম শুনা যাচ্ছে।

এদের মধ্যে কেউ কেউ দলীয় প্রতিক নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে ইতোমধ্যে দলীয় সমর্থন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে মনোয়ানপত্র দাখিলের আগেই ভোটারদের মন জয় করতে মাঠে নেমে পড়েছেন।

http://www.anandalokfoundation.com/