মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সদরের পারলা এলাকায় চোর অপবাদ দিয়ে মোঃ তোতা বিশ্বাস(৪০) নামে এক ব্যক্তির ওপর নির্যাতন চালিয়ে চুল কেটে দেয়ার অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে আরমান (২০), শাহীন (২২), আলামিন (২২), ও মোঃ তুহিন বিশ্বাস (২২)।
পুলিশী জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার দায় স্বীকার করে। চোর অপবাদ দিয়ে ওই ব্যক্তির চুল কেটে দিয়ে শারীরীক নির্যাতন চালাচ্ছিল। এসময় এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ সুপার এক এম এহসান উল্লাহ নিজে সেখানে গিয়ে নির্যাতনকারিদের হাত থেকে তোতাকে উদ্ধার করে ওই ৪ জনকে আটক করে।
পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ জানান, সময়মত ঘটনাস্থলে না ঘেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।