14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বাঁশখালীর উন্নয়নে ভারতের সহকারী হাই কমিশনার

admin
August 30, 2017 2:42 am
Link Copied!

রাজিব শর্মা, চট্টগ্রামঃ বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে ভারত সরকার কর্তৃক বরাদ্দকৃত নলকূপ স্থাপন বাঁশখালীতে নলকূপ স্থাপনকালে সোমনাথ হালদার বাংলাদেশের উন্নয়নে ভারত সহায়তা করতে চায়।

কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার বলেন, ভারত-বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্র। বাংলাদেশের উন্নয়নে ভারত সহায়তা করতে চায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যেকোন সময়ে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। তাই বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশে সুপেয় পানির অভাব পূরণে ভারত সরকার গভীর নলকূপ স্থাপনের কর্মসূচি হাতে নিয়েছে।
পর্যায়ক্রমে এ দেশের সকল স্থানে নলকূপ স্থাপন করা হবে।

গত রবিবার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, ভারতীয় সহকারী হাই কমিশনার (চট্টগ্রাম) এর সচিব এস. সিংহা, স্বনির্ভর ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মশিউর রহমান, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সবুর চৌধুরী ও ইউপি সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য ১৫০টি গভীর নলকূপ প্রদান করেন ভারত সরকার।

http://www.anandalokfoundation.com/