গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে টাকা চেয়ে না পেয়ে জোড়া খুনের অভিযোগে শ্যালক বদরুল ইসলামের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই ঘটনায় অবৈধ অস্ত্র ব্যবহারে দায়ের করা মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং অন্য এক ধারায় দায়ের করা মামলায় ১০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক বুধবার সকালে এ আদেশ দেন। এ সময় আসামি বদরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, টঙ্গীর আরিচপুর বউ বাজার এলাকার লতিফ গাজীর বাড়িতে পাশাপাশি ভাড়া থাকতেন ইসমাইল ও বেলাল। ইসমাইলের শ্যালক বদরুল ইসলাম বেড়াতে এসে দুলাভাইয়ের কাছে টাকা চান। কিন্তু টাকা দিতে না পারলে ২০১০ সালের ১৫ জুন বিকেলে বদরুল উপর্যুপরি ছুরিকাঘাতে দুলাভাই ইসমাইলকে তার মায়ের সামনে হত্যা করেন। ইসমাইলের মায়ের চিৎকারে প্রতিবেশী বেলাল এগিয়ে আসলে বদরুল তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান। বেলালও ঘটনাস্থলে মারা যান। ওই ঘটনায় বেলালের ভাই মো. ফজলু বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরের দিন ১৬ জুন বদরুলকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজিউর রহমান ওই ঘটনায় বদরুল ইসলামের বিরুদ্ধে আদালতে ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৩ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। বদরুল ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রৌহা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট হুমায়ুন কবির এবং রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) হারিছ উদ্দিন আহমেদ। হারিছ উদ্দিন আহমেদ বলেন, মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদীপক্ষ রায়ে সন্তুষ্ট। মামলার রায়ে আসামিপক্ষ ন্যায়বিচার পায়নি’ দাবি করে আপিলের কথা বললেন আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবির।