14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গাছের ডালে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

Link Copied!

আম গাছে ঝুলন্ত অবস্থায় জামাল সিকদার (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের গোবর্দ্ধন গ্রামের মৃত অজেদ সিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের সাথে কলহ চলছিলো জামাল সিকদারের। সেই কলহের জেরধরে রোববার দিবাগত গভীর রাতে পরিবারের সবার অজান্তে ঘরের পাশের আম গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জামাল।

সোমবার বিকেলে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন বৃদ্ধ জামাল সিকদার। সে বিভিন্ন সময় পরিবারের কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যেত। রোববার রাতে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জামাল।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে

http://www.anandalokfoundation.com/