শনিবার কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে উপজেলার গন্ধখালী বীরশ্রেষ্ট উচ্চ বিদ্যালয়। ফরিদপুরের মধুখালী উপজেলার গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় স্কুলটির বারান্দার টিনের চাল উড়ে যাওয়ায় শ্রেণীকক্ষগুলোতে ঢুকতে চরম সুবিধা হচ্ছে কারন স্কুলের ক্ষতি হয়েছে।
এতে করে স্কুলের আসন্ন জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীরা শঙ্কায় আছে। স¤প্রতি স্কুলটিতে গিয়ে দেখা যায়, গত ২১শে মে-২২ ঝড়ে স্কুলের ৩ কক্ষ বিশিষ্ট ভবনটির বান্দার টিনের চালা প্রায় পুরোটাই উড়ে গেছে এবং চালারও ক্ষতি হয়েছে। বারান্দার উপর টিনের টুকরো, কাঠের টুকরো বিশৃঙ্খলভাবে পড়ে আছে। এ ছাড়া ঝড়ের কবলে পড়ে বৃস্টির কারনে মাঠেও পাঠদান করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকেরা। দশম শ্রেণির শিক্ষার্থীরা বলেন , ‘এসএসসি পরীক্ষার আর মাত্র দুই মাস বাকি। এ সময় নিয়মিত ক্লাসের পাশাপাশি অন্যান্য বিদ্যালয়গুলোতে অতিরিক্ত ক্লাস হচ্ছে।
কিন্তু আমরা নিয়মিত ক্লাসই করতে পারছি না। এতে করে আমরা ক্ষতির মুখে পড়ছি।’ স্কুলের প্রধান শিক্ষক মো. আঃ সামাদ মোল্যা বলেন, ‘গত ২১শে মে (শনিবার) সকালে ৬টার দিকে ঝড়ের সময় আমাদের টিনসেট ভবনের বারান্দা সহ টিনের চালা উড়ে গেছে। টিনের নিচে দেওয়া কাঠগুলো ভেঙে পড়েছে।
চালার ক্ষতি হয়েছে। এ ব্যপারে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৫নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য এবং প্যালেন চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান শেখ বলেন স্কুলের চিনসেট ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে এই মূহূর্তে মেরামত অতি জরুরী পাশাপাশি সরকারী সাহায্যে কাম্য। এ ছাড়া গত ২১শে মে-২০২২ ইং শনিবার সকালে মাত্র আধ ঘণ্টার ঝড়ে মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়-ক্ষতি হয়।
ওই সময় উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ঝড়ে উপজেলার অনেক বাড়িঘর ভেঙে পড়ে।