অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ পৃথিবীর ভুসর্গ হিসেবে পরিচিত কাশ্মীর ও কাশ্মীরীদের জীবনযাত্রার ব্যাপক উন্নয়নের কথা মাথায় রেখে ৮০ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষনা করলো মোদী সরকার।
কাশ্মীর নিয়ে মোদী সরকারের একটা বিশেষ পরিকল্পনা রয়েছে তার আভাস অনেক আগেই থেকেই মিলেছে। কারণ কাশ্মীর এমন একটি স্থান যা ভারতের অর্থনীতিকে দ্রুতগতিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। তার জন্য অবশ্য সঠিক পরিকল্পনা ও নীতির প্রয়োজন রয়েছে। এক সময় কাশ্মীর পৃথিবীর ভুসর্গ হিসেবে পরিচিতি লাভ করেছিল। সুখ, শান্তি, সমৃদ্ধি ও কালচারের দিক থেকে পুরো বিশ্বকে আকৃষ্ট করত।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের পর কেন্দ্র সরকার তার কাজ শুরু করে দিয়েছে। এমনকি POK পুনরুদ্ধারের জন্যেও জম্মু-কাশ্মীরের ব্যাপক উন্নয়ন প্রয়োজন রয়েছে। কেন্দ্রের বেশকিছু মন্ত্রী এর উপরে আগেই বিবৃতি প্রকাশ করেছিলেন। ভারতের মধ্যে থাকা কাশ্মীরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলে POK এর জনভাবনা ভারতের পক্ষে নিয়ে আসা খুবই সহজ হবে। কাশ্মীরকে আসল রূপ ফিরিয়ে দিতে কেন্দ্র সরকার বেশকিছু প্রয়াস চালাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।