স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ রোহিঙ্গা সন্দেহে গ্রামবাসীরা এক মানষিক বাক প্রতিবন্ধিকে বেধড়ক গনপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ্দ করেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রামে এ ঘটনা ঘটে।
তবে পুলিশ বলছে, তাদের কাছে সোপর্দ্দ ব্যাক্তিটি রোহিঙ্গাদের মতন দেখতে মনে হচ্ছেনা। সে একজন প্রতিবন্ধি বদ্ধপাগল। তার নাম ঠিকানা বা কথাও বলতে পারে না। পুলিশ মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধারের পর হাসপতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানায়, মঙ্গলবার সকালে অজ্ঞাত ৩৫ কছরের এক বাকপ্রতিবন্ধি ব্যাক্তি ঘুরতে ঘুরতে উপজেলার রায়গ্রামে আসে। সেখানে গ্রামবাসীদের মধ্যে কতিপয় উৎসুক ব্যাক্তি তাকে পাকড়াও করে। এরপর রোহিঙ্গা চেলেধরা সন্দেহে ওই মানষিক বাক প্রতিবন্ধিকে অমানবিকভাবে লাটিসোঠা দিয়ে বেধড়ক মারপিট করে। তাদের গনপিটুনীর এক পর্ষায়ে সে প্রায় মৃত্যুর কোলে ঢুলে পড়ে। একপর্সায়ে তার অবস্থা খারাপ দেখে গ্রামবাসীরা থানা পুলিশে খবর দেয়।
থানা পুলিশ এমন খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌছে অর্ধমৃত্যু অবস্থায় ওই মানষিক প্রতিবন্ধিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর তার অবস্থা ক্রমেই খারাপ হওয়ায় থানার এস আই আবুল খায়ের তাকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে সন্দেহের বশিবূত হয়ে অন্যায়ভাবে একজন মানষিক প্রতিবন্ধিকে মারপিট করা হয়েছে জেনে কেউ কেউ তার ধিক্কার জানানো সহ দোষীদের আইনের আওতায় আনারও দাবী তুলেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী জানান, রোহিঙ্গা সন্দেহে আটক ব্যাক্তিটি একজন বাকপ্রতিবন্ধি পাগল হতে পারে। সে তার নাম ঠিকানা এলোমেলো এমনকি গুছিয়ে কথাও বলতে পারছেনা। গ্রামবাসীদের গনপিটুনীতে অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ওই ব্যাক্তিটি রোহিঙ্গা কি না তার খোজ খবর নেওয়া হচ্ছে। তবে যদি কেউ অন্যায় ভাবে মারপিট করে, তাহলে তাদের বিরুদ্দেও ব্যাবস্থা নেওয়া হতে পারে বলে জানান তিনি।