মো. আমির সোহেল, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ইসলামী বাংক লিমিটেডের মাদারীপুরের কালকিনি উপজেলা ২৯৬তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালকিনি ব্যস্ততম পুরান বাজারের এ শাখা উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ব্যাংকের এক্্িরকিউটিভ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইসকান্দার আলী খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেমাযেত উদ্দিন, পৌর মেয়র মোঃ এনায়েত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান ও কালকিনি প্রেস ক্লাবের সভাপতি এইচ এম মিলন প্রমুখ।