ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনা ভাইরাসে ৬৪ হাজার মানুষ আক্রান্ত হলেও সুস্থ হয়েছে ৭ হাজার

Ovi Pandey
February 15, 2020 9:52 am
Link Copied!

দি নিউজ ডেক্সঃ বিশ্বের ৬৪ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হলেও এখন পর্যন্ত ৬ হাজার ৭২৩ জন রোগী চিকিত্সাসেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়ংকর রূপ নিয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত বিশ্বের ৬৪ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু চীনেই রয়েছে ৬৩ হাজার। দেশটিতে এক দিনে ডাক্তারসহ ছয় জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এই পেশার আরো ১ হাজার ৭১৬ জন। এছাড়া সিঙ্গাপুরে চার বাংলাদেশিসহ ৫৮ জন আক্রান্ত হয়েছেন। চীন, সিঙ্গাপুর, জাপান, হংকংসহ আক্রান্ত দেশগুলোতে মাস্ক ও হাত জীবাণুমুক্ত করার স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে।

করোনা ভাইরাস ব্যবস্থাপনা নিয়ে চীন সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, চীন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে। বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। এমন অবস্থায় করোনা ভাইরাসকে ‘বিশ্বের অন্য দেশের জন্য অত্যন্ত গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে’ বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গোব্রিয়াসেস। তিনি বলেছেন, ‘চীনের মতো উন্নত দেশ এই ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে। তাই উন্নয়নশীল দেশগুলোসহ সারা বিশ্বকে এটা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে হবে।

http://www.anandalokfoundation.com/