গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘উন্নয়নের গুণগত মান বৃদ্ধি করতে হবে। শুধু উন্নয়নের কথা নয় বরং টেকসই উন্নয়নের কথাও বলতে হবে। কোনোভাবেই যেন একটি সৃষ্টি বিপন্নতার দিকে চলে না যায়। গণপূর্ত বিভাগের প্রকৌশলী বা নির্মাণ কাজে সম্পৃক্তরা আন্তরিকতা, স্বচ্ছতা, সততা আর নিষ্ঠার সাথে কাজ না করলে সে কাজের ক্ষতি হবে সুদূর প্রসারী। এজন্য দায়-দায়িত্বের জায়গায় আন্তরিক থাকতে হবে।’
আজ রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত, বিপন্ন ও তৃণমূল জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতার কথা আমাদের মনে রাখতে হবে। যাদের ত্যাগে, শ্রমে ও অর্থে আজ আমরা এখানে এসেছি, আমাদের সবচেয়ে বড় দায় তাদের জন্য। এজন্য বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ার জন্য আমাদের কাজ করতে হবে’।
গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দেশের বড় ধরনের উন্নয়নের চালিকা শক্তি আপনারা। গণপূর্ত অধিদপ্তরের কাজের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সকলে সম্পৃক্ত। তাই কাজের পরিসর আরো বাড়াতে হবে, বাড়াতে হবে গুণগতমানের।
মন্ত্রী বলেন, ‘আমরা সকলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই। সে কাজে আমরা গুণগতমান নিশ্চিত করতে চাই। এ জন্য অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করতে হবে। এ সময় অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আখতার হোসেন ও ড. মোঃ আফজাল হোসেন এবং গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।