13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইসরোতে মোদীর সাথে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে কৃষক কন্যা রাশি

Rai Kishori
September 3, 2019 9:23 am
Link Copied!

চন্দ্রযান২ সফল ভাবে উৎক্ষেপণের পর ধীরে ধীরে চাঁদের কক্ষপথে প্রবেশ করতে শুরু করেছে । ভারতীয় চন্দ্রযান ২ আগামী ৭ সেপ্টেম্বর পুরোপুরি ভাবে চাঁদে প্রবেশ করবে বলে আশা করা যায় । যার ফলে মহাকাশ গবেষণায় ভারতের ইতিহাসে যোগ হতে চলেছে এক নতুন নক্ষত্র।

ইসরোর বেঙ্গালুরুর হেডকোয়াটারের কন্ট্রোল রুম চন্দ্রযানের চাঁদের কক্ষ পথে প্রবেশ করা সরাসরি লাইভ দেখার আয়োজন করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর সাথে দেশের এই গর্বিত মুহূর্তের সাক্ষী থাকতে এই লাইভ শো দেখতে ইসরোর কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন সারা দেশের বিভিন্ন প্রান্তের ৬০ জন মেধাবী পড়ুয়া। ওড়িশা, মেঘালয়, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সহ দেশের অন্যান্য রাজ্য গুলিথেকে উপস্থিত থাকবে ওইসব পড়ুয়ারা।

ইসরোর হেডকোয়ার্টারে বসে এই লাইভ শো দেখার সুযোগ পেয়েছে ‘লখনউ’এর এক কৃষক পরিবারের মেয়ে দিল্লি পাবলিক স্কুলের দশম শ্রেণীর ছাত্রী রাশি ভার্মা। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাশি জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বসে ৭ তারিখ চন্দ্রযান২ এর লাইভশো দেখার জন্য ইসরোর কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞানের উপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া অন্যান্য ৬০ জনের মধ্যে সফল হয় লখনউ এর রাশিও।

ইসরোর তরফে এই কুইজ প্রতিযোগিতা নেওয়া হয়েছিল গত অগস্ট মাসের ১০ থেকে ২৫ তারিখের মধ্যে। পুরো বিজ্ঞানের উপর তৈরি হওয়া এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের জন্য ছিল মোট ২০টি প্রশ্ন এবং পরীক্ষার সময়সীমা দেওয়া ছিল মাত্র ১০ মিনিট। দশ মিনিটের এই প্রতিযোগিতায় যে ৬০ জন মেধাবী পড়ুয়া উত্তীর্ণ হয় তাঁদের কে ইসরোর পক্ষ থেকে আগামী ৭ তারিখ মোদীর সঙ্গে বসে বেলা ১টা ৫৫ মিনিটের চন্দ্রযান২ এর লাইভ দেখার শংসাপত্র দেওয়া হয় ।

 ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সামনা সামনি কথা বলার ইচ্ছা বেশিরভাগ ছাত্র ছাত্রীদের, অবশেষে তাদের এই স্বপ্ন পূরণ হতে চলেছে আগামী মাসে।

http://www.anandalokfoundation.com/