14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইউএনওর ওপর হামলার ঘটনায় দু’দিনের রিমান্ডে ইউপি চেয়ারম্যান

Link Copied!

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানের (৫০) দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় গ্রেফতার হওয়া অপর তিনজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার ফরিদপুরের ৫ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার এসআই চম্পক কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড মঞ্জুর হওয়া অপর তিনজন হলেন– ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা কবিরুল বিশ্বাস (৪০), প্রিন্স মোল্যা (৩২) ও ইব্রাহিম মৃধা (১৯)।

গত (৪-০৫-২০২৩)ইং বৃহস্পতিবার দুপুরে নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি নির্মাণ ও জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসী ইউএনও আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা চালায়। এ সময় আনসার, পুলিশ সদস্য ও নারীরাও আহত হন। হামলার সময় ইউএনও ও পুলিশের দুটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী ইউএনওর গাড়িচালক সুমন শেখ এবং অপর মামলার বাদী মধুখালী থানার এসআই প্রবীর কুমার সরকার। দুটি মামলাতেই ১ নম্বর আসামি করা হয়েছে ডুমাইন ইউপির চেয়ারমান উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মাদ আসাদুজ্জামানকে। পুলিশ আসাদুজ্জামানসহ চারজনকে গ্রেফতার করেছে। ইউএনওর গাড়িচালকের মামলায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা মধুখালী থানার এসআই চম্পক কুমার বড়ুয়া। এর পাশাপাশি আসামিপক্ষ জামিনের আবেদন করলে তা খারিজ করে দেন আদালত। মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিশ্চিন্তপুর গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। গা ঢাকা দেওয়ায় এখানেও বাকি আসামিদের গ্রেফতার করা যায়নি।

http://www.anandalokfoundation.com/