স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ করোনার মহামারিতেও লুটপাট অনিয়ম থেমে নেই টিসিবির পন্য বিক্রয়কারী প্রতিষ্টানের অসাধু ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার গভির রাতে কালীগঞ্জে টিসিবির পন্য বিক্রির অনিয়মের অভিযোগে আ’লীগ নেতা শিপন মৃধা নামে এক ডিলাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশ। রাত সাড়ে ১১ টার দিকে শহরের আড়পাড়াস্থ ওই ডিলারের বাড়ীর সামনে থেকে টিসিবির তেল, চিনি ও ছোলা সহ তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় গভীর রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট সুবর্না রানী সাহা মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানার মাধ্যমে ছাড়া পায় ওই ডিলার ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বারবাজারের ডিলার আ’লীগ নেতা শিপন মৃধা তার কালীগঞ্জ শহরস্থ আড়পাড়া বাড়ি থেকে টিসিবির পন্য নয়ছয় করছিল। এ সময় কিছু লোকজনের নজরে আসায় পুলিশে খবর দেয়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে ২০ লিটার তেল, ৩০ কেজি চিনি ও ১৭ কেজি ছোলা সহ ডিলারকে আটক করে থানাতে নিয়ে যায়। গভীর রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এক মোবাইল কোট জরিমানা করেন। এরপর ওই ডিলারকে ছেড়ে দেওয়া হয়। একই শুক্রবার দুপুরে শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আরো ১০হাজার ৬’শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, ওই রাতে টিসিবির মাল নিয়ে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ টিসিবির পন্য সহ ওই ডিলারকে থানাতে নিয়ে আসে। ওই রাতেই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা দিয়ে সে মুক্ত হয়।
এ বিষয়ে ইউএনও সূবর্ণা রানী সাহা জানান, টিসিবির ডিলার শিপন মৃধা রাতে অনিয়মের মাধ্যমে পন্য বিক্রি করছিল। এজন্য তাকে ওই রাতেই মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও শহরের আরো দুটি ব্যাবসা প্রতিষ্টানকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়। মোট ২০হাজার ৬’শ টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।