আজ রবিবার রাশিফলঃ চন্দ্র অর্ধরাত্রি ৩টে ২৪ মিনিট পর শনির রাশি কুম্ভ থেকে বেরিয়ে বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে। এ ছাড়াও আজ শতভিষা নক্ষত্র ও পরে পূর্বাভাদ্রপদ নক্ষত্রের প্রভাব থাকবে। গ্রহ নক্ষত্রের এই পরিস্থিতিতে আজকের রবিবারের দিনটি কেমন কাটবে, আপনার মুখে হাসি ফুটবে না কোনও সমস্যায় জড়াবেন, সে সবই এখানে বিস্তারিত আলোচনা করা হল। আজ রবিবার দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ।
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকরা জীবনসঙ্গীর রাগ ভাঙাতে ব্যস্ত থাকবেন। রেগে থাকা সঙ্গীকে শান্ত করার পূর্ণ চেষ্টা করবেন, তাঁকে ঘোরাতে নিয়ে যেতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের নগদ অর্থের অভাবের মোকাবিলা করতে হবে। পরিবারের প্রয়োজনীয়তা পূরণ করার চেষ্টা করবেন। শ্বশুরবাড়ির তরফে ধন লাভ করতে পারেন। বাবার জন্য কোনও উপহার কিনতে পারেন, এর ফলে তিনি প্রসন্ন হবেন। সন্ধ্যা নাগাদ মা-বাবাকে তীর্থযাত্রায় নিয়ে যেতে পারেন।।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকদের দিনটি ব্যস্ততায় কাটবে। ব্যবসায়িক কারণে যাত্রা করতে পারেন, এর ফলে আপনাদের লাভ হবে। বন্ধুর সহযোগিতায় কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে। আনন্দ প্রকাশ করতে কোনও অনুষ্ঠান আয়োজনের কথা চিন্তাভাবনা করবেন। ব্যাঙ্ক বা সংস্থা থেকে ঋণ নেওয়ার কথা চিন্তা করে থাকলে আজ অপেক্ষা করুন। ছাত্রছাত্রীরা কোনও নতুন কোর্সে ভরতির কথা ভাবলে সে বিষয়ে ভালোভাবে যাচাই করে নিন। পারিবারির অর্থ বৃদ্ধি হবে। কাউকে পরামর্শ দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নিন।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবে। পরিবারের পরিবেশ আনন্দমুখর থাকবে। পরিবারে কোনও বিবাদ চলতে থাকলে, তা আজ সমাপ্ত হবে। এর ফলে পরিবারের সদস্যদের ঐক্য বাড়বে। সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। এর ফলে মান-সম্মান বৃদ্ধি পাবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে অবসাদ হতে পারে। বাণী নিয়ন্ত্রণে রাখুন। বেশি রাগ করবেন না। সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি সাধারণ ও স্বাভাবিক হয়ে যাবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। বিষ্ণুর আরাধনা করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ থাকবে। দৈনিক প্রয়োজনীয়তা পূরণের জন্য় অর্থ ব্যয় করতে পারেন। তবে নিজের বাজেট মেনে চলতে হবে। আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। সন্তানের ভবিষ্যৎ চিন্তা আপনাকে ভাবতে বাধ্য করবে। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকদের ধন লাভ সম্ভব। দীর্ঘদিন ধরে টাকা কোথাও আটকে থাকলে তা ফিরে পেতে পারেন। মায়ের সঙ্গে বিচারধারার মতভেদ দেখা দেবে। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বজরংবলীকে সিঁদূর নিবেদন করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকদের নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। কারণ এ সময়ে আপনারা অসুস্থ হতে পারেন। বাইরের খাবার খাবেন না। পরিবারে বিবাদ বাঁধতে পারে। তবে আপনি নিজের বাণী নিয়ন্ত্রণে রাখলে ভালোবাসা দিয়ে পরিস্থিতি সামলে নেওয়া যাবে। তা না-হলে সম্পর্কে ফাটল ধরতে পারে। ছাত্রছাত্রীদের অর্থাভাব হতে পারে। ব্যবসাকে নতুন গতি দেওয়ার জন্য দৌড়ঝাপ করতে হবে। চাকরিজীবীদের পদোন্নতি সম্ভব।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।
কন্যা রাশিফল (Virgo Horoscope): আজ কন্যা রাশির জাতকদের ভাগ্য চমকাবে। সকাল থেকে সুসংবাদ পেতে পারেন। এর ফলে আপনার মধ্যে প্রাণশক্তির সঞ্চার হবে। শ্বশুরবাড়ির তরফে সম্মান পেতে পারেন। সরকারি চাকরিজীবীরা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সতর্ক থাকুন। প্রেম জীবনে নতুন শক্তির সঞ্চার হবেয সন্তানের ভবিষ্যৎ আপনাকে চিন্তিত করবে। সন্ধ্যা পর্যন্ত দৌড়ঝাপ করে ক্লান্ত হয়ে পড়তে পারেন। পাড়ার ঝগড়া-বিবাদ সম্ভব।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৮৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। মাছকে আটার গুলি খাওয়ান।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকদের টাকা পয়সার ক্ষেত্রে দিন ভালো। ব্যবসায় নতুন চুক্তি হাতে নেবেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ভবিষ্যৎ চিন্তা কমবে। প্রতিদিনের প্রয়োজনীয়তা পূরণের জন্য় অর্থ ব্যয় করবেন। জীবনসঙ্গীর সঙ্গে শপিং করতে যেতে পারেন। তবে নিজের কাজে মনোনিবেশ করতে হবে এই রাশির জাতকদের। যোগ্য ব্যক্তিদের সঙ্গে বিয়ের উত্তম প্রস্তাব পাবেন। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা পুরো করতে পারবেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকরা আজ ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। শত্রু আপনার কোনও লোকসান করতে পারবে না। এই রাশির চাকরিজীবী জাতকদের কাজের চাপ বাড়তে পারে। সততা ও পরিশ্রমের জোরে সমস্ত কাজ পূর্ণ হবে। অংশীদারীত্বের ব্যবসায় লাভ অর্জন করবেন। বন্ধুর সাহায্যের জন্য এগিয়ে আসবেন আপনারা। ভাইয়ের সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরতে পারে, তাই সতর্ক থাকুন। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। লক্ষ্মীর পুজো করুন।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকদের জন্য দিন সাধারণ। বাড়ির বয়স্কদের পরামর্শ অনুযায়ী কাজ করলে সাফল্য লাভ করবেন। ছাত্রছাত্রীরা কোনও কোর্সে ভরতি হতে চাইলে তার জন্য দিন ভালো। ব্যবসার জন্য ভেবেচিন্তে ঋণ নেওয়ার চেষ্টা করুন, তা না-হলে শোধ করতে পারবেন না। ভাইয়ের পরামর্শে কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। বোনের বিয়েতে আগত বাধা দূর হবে। সন্ধ্যাবেলা মা-বাবার সেবায় কাটিয়ে দেবেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য আজ ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।
মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। রোজগার লাভের জন্য চেষ্টা করছেন যাঁরা, তাঁরা নতুন সুযোগ লাভ করবেন। সামাজিক ক্ষেত্রে আপনার যশ চারদিকে ছড়িয়ে পড়বে। আজ আপনার সমস্ত কাজ পূর্ণ হবে। তাই সেই কাজ করার চেষ্টা করুন যা করতে আপনার ভালো লাগে। ব্যবসার জন্য কোনও পরামর্শ প্রয়োজন হলে অভিজ্ঞ ব্যক্তির দ্বারস্থ হতে পারেন। প্রেম জীবন আনন্দে কাটবে। দাম্পত্য জীবনে অবসাদ দেখা দিতে পারে। সন্ধ্যাবেলা ভাইয়ের সঙ্গে মন্দিরে যেতে পারেন।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ ভাগ্য আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন ।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। হতাশ হবেন না। কারণ আজ কিছু কাজ আপনাকে হতাশ করে দেবে। কিন্তু আপনাকে নিজের মনোবল দৃঢ় রাখতে হবে, তখনই সাফল্য লাভ করবেন। বাবার পরামর্শে সন্তানের বিয়েতে আগত বাধা দূর হবে। এর ফলে পরিবারের সকল সদস্য প্রসন্ন হবেন। ব্যবসায় ঝুঁকি নিতে পারেন। ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কাউকে টাকা ধার দেবেন না, তা না-হলে আটকে যেতে পারে।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকদের আজকের দিনটি সতর্কতায় কাটাতে হবে। ব্যবসায়িক শত্রুদের ওপর নজর রাখতে হবে এই রাশির জাতকদের। কারণ তাঁরা আপনার লোকসান করার চেষ্টা করবেন, তাই কোনও প্রস্তাব পেলে তা এখনই স্বীকার করবেন না। পরীক্ষায় সাফল্য লাভের জন্য ছাত্রদের কঠিন পরিশ্রম করতে হবে। সম্পত্তি সংক্রান্ত মামলা চলতে থাকলে আজ তা সমাপ্ত হবে। তবে এ ক্ষেত্রে বাবার পরামর্শের প্রয়োজন হবে। সন্ধ্যাবেলা পরিবারের ছোট সদস্যের সঙ্গে খেলাধুলো করে কাটাতে হবে।
আপনার ভাগ্য বদলে পরামর্শঃ আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। অসহায়দের সাহায্য় করুন।