আজ সোমবার ২০ মার্চ ২০২৩ রাশিফলঃ চন্দ্র দিনরাত শনির রাশি কুম্ভ ও শতভিষা নক্ষত্রে সঞ্চার করবে। অন্য দিকে মঙ্গল বাদে সমস্ত গ্রহ রাহু ও কেতুর দ্বারা আবদ্ধ থাকবেন। আজ সোমবারের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন।
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকদের সপ্তাহের প্রথম দিনটি প্রাণশক্তিতে ভরপুর থাকবে। আপনার আশপাশের পরিবেশ আনন্দে ভরা থাকবে। বৈভবশালী পরিবেশের আনন্দ তুলবেন এই রাশির জাতক। এর ফলে খোশমেজাজে থাকবেন মেষ জাতকরা। অর্থ লাভের ফলে সন্তুষ্ট থাকবেন। কিছু ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে। বাচ্চাদের ভবিষ্যতের জন্য কিছু লগ্নি করতে পারেন। বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। সন্ধ্যা নাগাদ সন্তানের জন্য উপহার নিয়ে আসবেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। ২১টি বেলপাতায় সাদা চন্দন লাগিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময়ে কোনও সামাজিক ও ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। এর ফলে কিছু অর্থ ব্যয় হতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্যের যত্ন নিন, খাওয়া-দাওয়ার যত্ন নিন, অনিয়মিত অভ্যাস থেকে দূরে থাকুন। মধুর বাণীর কারণে বন্ধু সংখ্যা বাড়তে পারে। ব্যবসার জন্য দিন ভালো। দাম্পত্য জীবনে অবসাদ থাকবে। চাকরিজীবীরা রোজগারে পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮০ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। প্রদোষ কালে শিবলিঙ্গে মধু নিবেদন করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকরা বাড়ি, দোকান কেনার পরিকল্পনা করে থাকলে, তাতে লগ্নি করতে পারেন। ভাগ্যের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা শুরু করতে পারেন। এই পরিকল্পনা পুরো হতে এক বছর সময় লেগে যেতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বাড়ির বড়দের সামনে সন্তানের বিবাহ প্রস্তাব রাখতে পারেন। ছাত্ররা কোনও পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে তাতে সাফল্য লাভ করতে পারবেন। তবে এর জন্য কঠিন পরিশ্রম করতে হবে।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। সোমবারের উপবাস করুন ও শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকরা সপ্তাহের প্রথম দিন নিজের কাজ নিয়ে সম্পূর্ণ রূপে আশ্বস্ত থাকবেন। অফিস ও ব্যবসার পরিবেশ আপনার জন্য অনুকূল থাকবে, এর সম্পূর্ণ লাভ ভোগ করতে পারবেন। ব্যবসা সম্প্রসারণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মধুর হবে। শ্বশুরবাড়ির সদস্যদের তরফে সম্মান লাভ করতে পারবেন। ছাত্রদের সাফল্য লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শে লগ্নি করলে লাভ হবে।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সোমবারের উপবাস করুন ও সকাল-সন্ধ্যা শিব চালিসা জপ করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকরা পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমীর সাক্ষাৎ করাবেন। কর্মক্ষেত্রে আধিকারিকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকবে না। সহযোগিতার অভাব দেখা যাবে। স্বাস্থ্য সমস্যা চলতে থাকলে তা আজ দূর হবে। এর ফলে বিভিন্ন কাজে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে পারবেন। জীবনসঙ্গীর তরফে উপহার বা সারপ্রাইজ পেতে পারেন। সন্ধ্যা নাগাদ আত্মীয়দের সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। শিবের পুজো করুন ও কাঁচা চালে তিল মিশিয়ে দান করুন।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকরা সপ্তাহের প্রথম দিন সন্তানকে ধর্মীয় কাজে লিপ্ত দেখে আনন্দিত হবেন। পরিবারে বহুদিন ধরে কোনও বিবাদ চলতে থাকলে কোনও মহান ব্যক্তির হস্তক্ষেপে সেই সমস্ত সমস্যার সমাধান হবে। আপনার সৃজনশীল ক্ষমতার বৃদ্ধি হবে। ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিচার করে দেখুন। তার পর মন ও মস্তিষ্কের কথা শুনে সিদ্ধান্ত নিন। তা না-হলে ভবিষ্যতে অনুতাপ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে কোনও প্রকল্প পূর্ণ করতে সফল হবেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। রাতে মাথার কাছে জল ভরতি পাত্র রাখুন ও সকালে অশ্বত্থ গাছে নিবেদন করুন।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকরা সপ্তাহের প্রথম দিনই নানান কাজের কারণে ব্যস্ত থাকবেন। ত্রিমুখী ব্যবসায়িক অংশীদারীত্বের মাধ্যমে লাভান্বিত হবেন। তবে এই সম্পর্ক কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। তাই নিজের সমস্ত ভূমিকার মধ্যে পার্থক্য করা ভালো। মা-বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে বিনোদনমূলক কাজে ব্যস্ত থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে প্রয়োজনীয় বস্তুর কেনা কাটাকাটা করতে পারেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সোমবারের উপবাস ও রুদ্রাক্ষ মালায় মহমৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকরা কাজের কারণে শারীরিক ও মানসিক দিক দিয়ে চিন্তিত থাকবেন। এর পরও সাহসের সঙ্গে কাজ করবেন এবং সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্র ও পরিবারে বাধার মুখে পড়তে পারেন। পরীক্ষায় সাফল্য লাভের জন্য ছাত্রদের অধিক পরিশ্রম করতে হবে। আজ দৈনিক ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিবকে আটা, ঘি, চিনি দিয়ে তৈরি ভোগ নিবেদন করুন।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকরা সামাজিক ও ধর্মীয় কাজকে আরও গুরুত্ব দেবে। পরিবারে কোনও বয়স্কদের পরামর্শে লাভান্বিত হতে পারেন। আপনাদের আত্মবল বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ও আর্থিক উৎসে মনোনিবেশ করতে হবে। তখনই সমস্ত কিছু ভালো ভাবে চলবে। অন্যের কাজে নিজের সময় ও শক্তি নষ্ট করবেন না।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সোমবারের উপবাস করুন ও প্রদোষ কালে শিবলিঙ্গের পুজো ও শিব জপ করুন।
মকর রাশিফল (Capricorn Horoscope): সপ্তাহের প্রথম দিনে মকর রাশির জাতকদের জীবন পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে, যা আপনাকে শক্তিশালী করে তুলবে। কঠিন সময়ে জীবন কাটছে? মনে রাখবেন রাত কেটে গিয়ে সকাল হবেই। ভাইদের সঙ্গে কোনও বিবাদের আশঙ্কা রয়েছে। বাচ্চারা পারিবারিক ব্যবসায় আপনার সাহায্য করতে পারে। মহিলা বন্ধুর কাছ থেকে লাভ অর্জন করতে পারেন। শ্বশুরবাড়ির তরফে ধন লাভ করতে পারেন। তাঁদের সাহায্যে অসম্পূর্ণ কাজ পূর্ণ হবে।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। ব্রহ্ম মুহূর্তে শিব চালিসা বা শিবাষ্টক পাঠ করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকরা ইচ্ছনুযায়ী কাজ করুন ও বাড়াবাড়ি করবেন না। কর্মক্ষেত্রে ভালো লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে। তবে কাজের কারণে দৌড়ঝাপ করতে হবে। বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে যান। তা না-হলে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসা পূর্ণ কথা বলবেন। সন্ধ্যা নাগাদ শুভ অনুষ্ঠানে সময় কাটাতে পারেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিবলিঙ্গে তিল ও যব নিবেদন করুন।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকদের কাজে সপ্তাহের প্রথম দিনে কাজের চাপ থাকবে। এর ফলে সকাল থেকেই ব্যস্ত থাকবেন এই রাশির জাতক। সরকারি কাজ ও ধন লাভের আকাঙ্খা আজ পূরণ হবে। এর ফলে আনন্দ দেখা দেবে। ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত বিষয়ে বিবাদ উৎপন্ন হতে পারে। তবে নিজের বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। ছাত্রদের উচ্চশিক্ষা লাভের পথ প্রশস্ত হবে।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শিবের পুজোর পর অসহায় ব্যক্তিকে চাল নিবেদন করুন।