আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ “ওয়ান অফিস ওয়ান আইডিয়া।” এই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তৃণমুল পর্যায়ে জনগনের দোরগোরায় সেবা পৌছে দেয়ার জন্য সেবা প্রদান সংক্রান্ত উদ্ভাবন সভা আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে উদ্ভাবন সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।
সভায় জানানো হয়- সারা দেশ থেকে “ওয়ান অফিস ওয়ান আইডিয়া’’ নিয়ে সরকার জনগনের সেবা প্রদানের জন্য আগামী দিনের কর্মপন্থা নির্ধারন করবেন। অন্যান্যদের মধ্যে “ওয়ান অফিস ওয়ান আইডিয়া’’ বাস্তবায়নে নিয়ে প্রশাসনিক পর্যায়ে সেবা প্রদানের লক্ষ্যে তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, প্রেসক্লাব সাধারন সম্পাদক তপন বসু প্রমুখ। সভায় উপজেলা পরিষদের ১৮টি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদ ভাইস চেয়রম্যান মলিনা রানী রায়, জসীম সরদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সোয়েব ইমতিয়াজ লিমন, গোলাম মোস্তফা সরদার, বিপুল দাসসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।#