ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আইসিটি অ্যাওয়ার্ড উৎসর্গ করলেন তরুণদের

admin
September 28, 2015 10:55 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক  টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার গ্রহণ করে এই সম্মান দেশের তরুণদের উৎসর্গ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, তথ্য-প্রযুক্তি আমাদের কাছে আর স্বপ্ন নয়, বাস্তবতা। আমরা তথ্য-প্রযুক্তির সেবা প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছি, যাতে কেউ পিছিয়ে না থাকে।

দেশে তথ্য প্রযুক্তির ব্যবহার সাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার আন্তর্জাতিক স্বীকৃতি  পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) পক্ষ  থেকে  দেওয়া আইসিটি সাসটেইনেবল  ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। আর পুরস্কার হাতে নিয়ে তা উৎসর্গ করলেন দেশের তরুণ শ্রেণীকে। নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আইটিইউ’র মহাসচিব হুলিন ঝাও এই পুরস্কার তুলে  দেন  শেখ হাসিনার হাতে। জাতিসংঘ সদর দফতরে পুরস্কারজয়ীদের সম্মানে আয়োজন করা হয় বিশেষ  নৈশভোজেরও।

জাতিসংঘে নতুনভাবে গৃহীত  টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনকে তরান্বিত করতে যাদের কার্যক্রম পাথেয় হয়ে থাকবে তাদেরই পুরস্কৃত করলো আইটিইউ। বিশ্বের আরো কয়েকটি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান, জাতিসংঘের বর্তমান ও অতীতের নেতৃত্বরা রয়েছেন এই তালিকায়।পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অব্যাহত প্রচেষ্টার পথে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। আইটিইউকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুরস্কৃত হয়ে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি।বাংলাদেশের যুব শ্রেণিকে এই পুরস্কার উৎসর্গ কওে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশের প্রতিটি নাগরিকের কাছে তথ্য প্রযুক্তির  সেবা  পৌঁছে দিতে কাজ করছে, যাতে  কেউ একজনও পিছিয়ে না থাকে। একটি টেকসই উন্নত ভবিষ্যত বিনির্মাণে সবাইকে হাতে হাত ধরে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।আইটিইউ’র ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এবছরই প্রথম আইসিটি অ্যাওয়ার্ড  দেওয়া হলো। বিশ্বের আরও কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে এই অ্যাওয়ার্ড পান প্রধানমন্ত্রী।  টেকসই উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহারে দক্ষতা ও পারঙ্গমতার জন্যই এই পুরস্কার  দেওয়া হয়। আইসিটি খাতে সফলতার গল্প, আর সাম্প্রতিক বছরগুলোতে আইসিটি খাতে উন্নয়নের যারা স্বাক্ষর রাখতে  পেরেছেন তাদের জন্যই এই পুরস্কার।  টেকসই উন্নয়ন এজেন্ডার  যে ১৭টি লক্ষ্যমাত্রা  নেওয়া হচ্ছে তার বাস্তবায়নে আইসিটির গুরুত্ব মাথায় রেখেই এই পুরস্কার প্রণয়ন করেছে আইটিইউ। ২০০৯ সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ  নেতৃত্বাধীন সরকার ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে  তোলার লক্ষ্যে কাজ শুরু করে ইতোমধ্যে সেই লক্ষ্যের অনেকটাই’ অর্জিত হয়েছে বলে সরকারের দাবি।তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনমান পরিবর্তনের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি’ (ডব্লিউএসআইএস) পুরস্কার পায় বাংলাদেশের ‘একসেস টু ইনফরমেশন’ (এটুআই) প্রকল্প।তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের অগ্রগতিতে অবদানের জন্য একই বছর পাবলিক  সেক্টর এক্সিলেন্স ক্যাটাগরিতে  গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পায় বাংলাদেশ।

শনিবার আইটিইউ’র গালা ডিনারে আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ করে  শেখ হাসিনা বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কাজে হাত দিয়েছি, তার এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি এই পুরস্কার। জ্ঞানভিত্তিক  টেকসই ভবিষ্যৎ গড়ার পথের সব বাধা দূর করতে তিনি সবাইকে হাতে হাত ধরে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আরও ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের  চেয়ারপার্সন শিরীন শারমিন  চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন।জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনের  চেয়ারম্যান স্যাম কুটেসা অনুষ্ঠানে বলেন, ২০৩০ সালের মধ্যে বিশ্বকে দারিদ্রমুক্ত করে সমৃদ্ধির পথে এগিয়ে  নেয়ার লক্ষ্যে  ঘোষিত এসডিজি কর্মসূচি বাস্তবায়নে এই পুরস্কার গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তার বিশ্বাস।অন্যদের মধ্যে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বকোভা,  গ্লোবাল সাসটেইনেবিলিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেরি ইয়ান, নিউ ইয়র্ক অ্যাকাডেমি অব সায়েন্সেসের প্রেসিডেন্ট এলিস রুবিনস্টাইন অনুষ্ঠানে বক্তব্য দেন।

এদিকে,  বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবে চীন। প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে সেই অঙ্গীকারই ব্যক্ত করছেন দেশটির প্রেসিডেন্ট জি জিনপিং। শনিবার নিউইয়র্কে ওই  বৈঠকটি হয় হোটেল ওয়ার্ল্ডফ অ্যাস্টোরিয়ায়। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে ওই হোটেলেই অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল কর্মসূচির সাইড লাইনে গুরুত্বপূর্ণ এই দ্বি-পাক্ষিক বৈঠকটি করেন  শেখ হাসিনা ও জিনপিং।বৈঠকে  শেখ হাসিনা জানান তার সরকার চট্টগ্রামে চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গড়ে  তোলার লক্ষ্যে ৭৭৪ একর জমি বরাদ্দ দেবে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর  প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান বৈঠকে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনীতির প্রশংসা করেন, আর বাংলাদেশকে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগিতার অংশীদার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  সেরা বন্ধুদের একজন বলে উল্লেখ করেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তির কথা স্মরণ করে জিনপিং বলেন, বাণিজ্য, অর্থনীতি, যোগাযোগ ও শিক্ষাখাতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে।

বাংলাদেশ থেকে আরও পাটজাত পণ্য আমদানি করার ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট।বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমান করিডর নির্মাণে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এর মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক সুবিধাই নিশ্চিত হবে। শেখ হাসিনা এসময় চীনা বাজারে আরও বেশি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুযোগ দেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। এছাড়াও আপটা রুলস অব অরিজিন শিথিল করার জন্য বলেন।    দুই নেতাই জাতিসংঘের বিভিন্ন পরিষদে দুই দেশের আরও বেশি বেশি অংশগ্রহণের ওপর জোর দেন বলে জানান ইহসানুল করিম।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দীপু মনি এসময় উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্র কংগ্রেসেরও একটি প্রতিনিধি দল। কংগ্রেসম্যানদের দলটিতে ছিলেন ইউএস হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‌্যাংকিং মেম্বার এলিয়ট এল এঙ্গল, বাংলাদেশ ককাসের কো- চেয়ার জোশেফ ক্রাউলি ও সদস্য ক্যারোলিন বি ম্যালোনি।

http://www.anandalokfoundation.com/