ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অর্গানিক বেতাগা কৃষিপণ্য কেন্দ্রে ধানের হাটের উদ্ভোধন

Rai Kishori
April 29, 2019 8:52 pm
Link Copied!

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলাধীন অর্গানিক বেতাগা কৃষিপণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্রে ধানের হাটের উদ্ভোধন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল)প্রধান অতিথি হিসাবে এর উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। মের্সাস বেতাগা ট্রের্ডাস এর পক্ষে আনন্দ কুমার দাশ এর সার্বিক তত্তাবধানে ধানের হাটের উদ্ভোধন করা হয়। ইউপি সদস্য অসিত কুমার দাশ এর সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অলিপ কুমার দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ ও ইউনিয়ন আ,লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেতাগা বাজার কমিটির সভাাপতি অশোক রায় চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি অজয় কুমার বিশ্বাস, যুবনেতা প্রবীর কুমার বিশ্বাস, কৃষকলীগের সভাপতি ইনছান উদ্দিন, পরিমল দাশ, রিপন অধিকারী, আব্দুর রউফ ও সুবাশিষ দাশ প্রমুখ। উল্লেখ্য শুভদিয়া বেতাগা ও পিলজংগ ইউনিয়নে কোন স্থানে ধানের হাট না থাকায় কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রয় করতে নানা প্রকার দুর্ভোগ পোহাতে হতো। সেই দুর্ভোগ লঘবের জন্য অর্গানিক বেতাগা কৃষিপণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্রে ধানের হাটের উদ্ভোধন করা হয়।

http://www.anandalokfoundation.com/