৯৩ বছর বয়সে মারা গেছেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক রাজকুমার কোহলি। পরিবার জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের বাসভবনে মারা গেছেন তিনি। তার ছেলে অভিনেতা আরমান কোহলি বাথরুমের দরজা ভেঙে বাবা রাজকুমার কোহলিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
কোহলি বাণিজ্যিকভাবে মাল্টি-স্টারার চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত ছিলেন। তিনি ১৯৬৩ সালে প্রেম চোপড়া অভিনীত ‘স্বপ্নী’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক ও প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ‘নাগিন’, ‘বাদলে কি আগ’, ‘নওকার বিবি কা’, ‘রাজ তিলক’, ‘ইনসানিয়াত কে দুশমন’-এর মতো সফল চলচ্চিত্র পরিচালনা করে সুখ্যাতি অর্জন করেন।
১৯৭৯ সালের মাল্টি-স্টারার ‘জানি দুশমন’ পরিচালনার জন্য সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন কোহলি।
সিনেমাটিতে সুনীল দত্ত, শত্রুঘ্ন সিনহা, সঞ্জীব কুমার, বিনোদ মেহরা, রেখা, রীনা রায়, নীতু সিংয়ের মতো একাধিক তারকা অভিনয় করেছিলেন।
নির্মাতা কোহলির ছেলে আরমান কোহলিও জনপ্রিয় ভারতীয় অভিনেতা। কোহলি তার ছেলে আরমান কোহলিকে ১৯৯২ সালে ‘বিরোধি’ সিনেমার মাধ্যমে অভিষেক করান। কোহলি ২০০২ সালে ছেলে আরমানের সাথে ‘জানি দুশমান: এক আনোখি কাহানি’ তৈরি করেছিলেন যেটিতে অক্ষয় কুমার, সানি দেওল, সুনীল শেঠি, আফতাব শিবদাসানি, আরশাদ ওয়ার্সি, সোনু নিগম, মনীষা কৈরালা এবং রম্ভার মতো একাধিক তারকা অভিনয় করেছিলেন। আজ নির্মাতা কোহলির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।