সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ ইউনিয়ন কৃষক দলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার( ৯জানুয়ারি) বিকাল ৪টায় মুন্সিগঞ্জ সরদার গ্যারেজ বাজার চত্ত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জ ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ড. মনিরুজ্জামান মনির।
কৃষক সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন। সমাবেশে দলের কেন্দ্রিয় ঘোষিত ৩১ দফাপোঠ করে শোনার শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবীর,উপজেলা নূরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম আলমগীর, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রাজ্জাক,বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল গফুর সরদার প্রমুখ।