মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণি শুনানির জন্য আদালতে হাজির হয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত ১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম শুনানির এই দিন ধার্য করেছিলেন।
রোববার দুপুর ১২টা ১৮ মিনিটে আদালতে হাজির হয়েছিলেন এবং আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে হাজিরা দেন।
গত বছর ৪ আগস্ট তার বনানীর বাসা থেকে অভিযান চালিয়ে পরীমণিকে আটক করে র্যাব। পরদিন বিকেলে পরীমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।
পরীমণি ছাড়া মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।