× Banner
সর্বশেষ
গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুরের শিবচরে সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণাংকার নিয়ে চোররক্র ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে -পরিবেশ উপদেষ্টা

মেহেরপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (২৬-০৯-১৮):  মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামের চাঞ্চল্যকর আমীর আলী ও খায়রুল ইসলাম হত্যা মামলায় হামিদুল ইসলাম, সানোয়ার হোসেন, জনি ওরফে আকবার ও চৈতন্য ওরফে রবিন নামের ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ গাজী রহমান ওই আদেশ দেশ। সাজাপ্রাপ্ত হামিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

দন্ডিত অপর আসামী সনোয়ার হোসেন. জনি ও চৈতন্য পলাতক রয়েছে। মামলার বিবরনে জানা গেছে ১৯৯৯ সালের ১৯ জানুয়ারী রাতে পূর্ববাংলা কমিউনিষ্ট পাটি সবুজ গ্রুপের ১৫-২০ জনের দল সদর উপজেলার নতুন দরবেশ পুর গ্রামে প্রবেশ করে আমির আলী, খায়রুল ইসলাম, টেংরা ও শিমুল নামের ৪ ব্যাক্তিকে ঘুমিয়ে থাকা অবস্থায় অপহরন করে নিয়ে যায়। পরে টেংরা ও শিমুল কৌশলে পালিয়ে আসে। পরে তারা আমীর আলী এবং খায়রুলকে নির্মমভাবে হত্যা করে। পুলিশ পরদিন সকালে পার্শ্ববর্তি কুলপালার মাঠ থেকে নিহত আমীর ও খায়রুলের লাশ উদ্ধার করে।

এঘটনায় আমীর আলীর ভাই শুকুর আলী বাদী হয়ে ১৫-২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৮, জি আর, কেস নং ১৮/৯৯। সেশন কেস নং ৬৩/২০০০। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদলতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ১৩ জন স্বাক্ষী তাদের স্বাক্ষ্য দেন। এতে আসামী হামিদুল, সানোয়ার, চৈতন্য ও জনি দোষী প্রমানিত হওয়ায় আদালত ৪ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ মাসের কারাদন্ড দেন। মামলার পলাতক আসামীরা আটকের দিন থেকে তাদের সাজা শুরু হবে। এ মামলায় রাষ্ট্র পক্ষে পি পি পল্লব ভট্রাচার্য এবং আসামী পক্ষে ইব্রাহীম শাহীন ও রোকেয়া খাতুন কৌসুলী ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..