14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জ্বিনের বাদশা সনজিরার ৩ মাসের জেল

admin
September 1, 2015 7:05 pm
Link Copied!

মেহের আমজাদ, মেহেরপুরঃ জ্বিনের বাদশার দোহাই দিয়ে এলাকার সহজ-সরল মানুষকে ঠকিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মেহেরপুরের এক ভ্রাম্যমান আদালত গাংনীর সিন্দুরকোটা গ্রামের সনজিরা নামের এক মহিলাকে ৩ মাসের কারাদন্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের সিন্দুর কোটা গ্রামের মারজেল হোসেনের স্ত্রী সনজিরা খাাতুন জ্বিনের দোহাই দিয়ে জটিল ও কঠিন রোগের ওষুধ বিক্রি করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫ টার দিকে পুলিশ সিন্দুর কোটা গ্রাম থেকে সানজিরাকে আটক করে। পরে সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে দঃবিঃ-২৭৬ ধারায় সনজিরাকে ৩ মাসের কারাদন্ডাদেশ এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডাদেশ  দিয়েছেন আদালত।

সনজিরা জানান, তার নিকট রইতুল্লাহ ও হাবিবুল্লাহ নামের দুটি জ্বিন আছে। তাদের ডাকা হলে তারা ছায়া হয়ে ভেসে আসে। তাদের মাধ্যমে চিকিৎসা করে থাকি। গতকালই তাকে কারাগারে পাঠানে হয়েছে।

http://www.anandalokfoundation.com/