× Banner
সর্বশেষ
গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুরের শিবচরে সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণাংকার নিয়ে চোররক্র ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে -পরিবেশ উপদেষ্টা

ডেস্কনিউজ

মিয়ানমারে সাবেক সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় ছয় বছরের শিশুসহ ১৬ জন গ্রেফতার

ACP
হালনাগাদ: শনিবার, ৭ জুন, ২০২৫
মিয়ানমারে সাবেক সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় ছয় বছরের শিশুসহ ১৬ জন গ্রেফতার

মিয়ানমার সেনাবাহিনীর সাবেক এক সিনিয়র কর্মকর্তার গুপ্তহত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছয় বছর বয়সি এক শিশুসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির সেনানিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার-এর বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

গত ২২ মে মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে প্রকাশ্য দিবালোকে ৬৮ বছর বয়সি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক রাষ্ট্রদূত চো থুন অং-কে গুলি করে হত্যা করা হয়।

গোল্ডেন ভ্যালি ওয়ারিয়র্স নামে একটি স্বল্প পরিচিত সশস্ত্র গোষ্ঠী হত্যার দায় স্বীকার করে। চলমান গৃহযুদ্ধের প্রেক্ষিতে এটাকে দেশটির অন্যতম উচ্চ পর্যায়ের রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই মিয়ানমারজুড়ে বিক্ষোভ ও সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। এরপর গত প্রায় চার বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।

গত শুক্রবার (৬ জুন) গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত ১৬ জনকে গ্রেফতার করেছে। ১৩ জন পুরুষ ও তিনজন নারী। এর মধ্যে ছয় বয়সি এক কন্যা শিশু রয়েছে।

মেয়েশিশুটির ছবিও প্রকাশ করা হয়েছে, যাকে অভিযুক্ত হত্যাকারী মিয়ো কো কো-এর মেয়ে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন মতে, শিশু ও তার বাবা-মাকে মান্দালয়ের বাগান অঞ্চল থেকে গ্রেগফতার করা হয়।

গ্রেফতার হওয়াদের মধ্যে একটি বেসরকারি হাসপাতালের মালিকও রয়েছেন, যিনি হত্যাকারীকে চিকিৎসা প্রদান করেছিলেন বলে অভিযোগ রয়েছে। হামলার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন বলে খবরে বলা হয়েছে।

জান্তা সরকারের দাবি, গোল্ডেন ভ্যালি ওয়ারিয়র্স গোষ্ঠীটি ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ (এনইউজি)-এর সহযোগিতায় এই হত্যাকাণ্ড চালিয়েছে। হত্যার বিনিময়ে এক খুনি প্রায় দুই লাখ কিয়াত পেয়েছে। তবে এনইউজির মুখপাত্র নাই ফোন লাত এই অভিযোগ নাকচ করে বলেছেন, ‘আমরা কাউকে হত্যার জন্য টাকা দেই না।’


এ ক্যটাগরির আরো খবর..