× Banner
সর্বশেষ
ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুরের শিবচরে সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণাংকার নিয়ে চোররক্র

বেনাপোল বন্দর দিয়ে ভারতে বঙ্গবন্ধুর ভাস্কর্য হস্তান্তর

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখঃ বেনাপোল স্থলবন্দর দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একটি ভাস্কর্য ভারতে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৩টায় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৩ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ভাস্কর্যটি ভারতীয় প্রতিনিধির হাতে তুলে দেয়।
ভাস্কর্যটি গ্রহণ করেন ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার বিএম জামান হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফাস্ট সেক্রেটারি সামসুর আরিফ ও প্রটোকল অফিসার আজিজুল আলম।
বাংলাদেশের পক্ষে ছিলেন, বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার আব্দুল মতিন, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ও চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহসহ প্রশাসনিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার বিএম জামান হোসেন জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কলকাতার মুসলিম বিশ্ববিদ্যালয়ের বেকার হোস্টেলের ২৪ নাম্বার কক্ষে থেকে লেখাপড়া করতেন। সেখানে তার স্মৃতি ধরে রাখার জন্য দুই দেশের সরকারের আন্তরিকতায় একটি ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ আগস্ট ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..