× Banner
সর্বশেষ
গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুরের শিবচরে সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণাংকার নিয়ে চোররক্র ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে -পরিবেশ উপদেষ্টা

নিউজ ডেস্ক

বেনাপোল কাস্টমসে ইন্টারনেট না থাকায় পণ্য খালাস ব্যাহত

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০২২
বেনাপোল কাস্টমসে ইন্টারনেট না থাকায় পণ্য খালাস ব্যাহত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল কাস্টমস হাউজে গত চার দিনে ইন্টারনেট সংযোগ না থাকায় বন্দর থেকে পণ্য খালাস নিতে পারছেনা ব্যবসায়ীরা। এতে করে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ী দের।

রোববার (১৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী।

এসময় তিনি জাননা, গত বুধবার (৯ মার্চ) সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বেনাপোল কাস্টমসের ইন্টারনেট সংযোগ বিছিন্ন ছিলো। বৃহস্পতিবার( ১০ মার্চ) সারাদিনে ৩০ মিনিটের জন্য ইন্টারনেট সংযোগ হলেও পরবর্তীতে এ কাস্টমস হাউজে আবারো ইন্টারনেট সংযোগ বিছিন্ন হয়ে যায়। পরবর্তীতে শনিবার ( ১২ মার্চ) সকাল থেকে পূনরায় আবারও ইন্টারনেট সংযোগ বিছিন্ন হয়ে যায়।

এতে করে কাস্টমসে এন্ট্রি শাখায়প্রায় ১৫০০ ফাইল পড়ে আছে। ফেলে ব্যবসায়ীরা ঠিক সময় মতো নিতে পারছেনা পণ্য খালাস। ফলে ব্যবসায়ীদের লোকসানে পড়তে হবে বলে তিনি জানান।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ( ৯ মার্চ) বুধবার ইন্টারনেট (সার্ভার)সংযোগের সমস্যা দেখা দিয়েছে। এই ইন্টারনেট ( সার্ভার) সংযোগ এনবিআর নিয়ন্ত্রণ করে থাকে। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আশা করা যায় দ্রুত সমস্যা সমাধান হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..