× Banner
সর্বশেষ
ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুরের শিবচরে সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণাংকার নিয়ে চোররক্র

ডেস্ক

পুলিশের কেউ মামলা বাণিজ্যে জড়ালে ছাড় দেওয়া হবে না -স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
ছাড় দেওয়া হবে না

পুলিশ বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এজন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পুলিশের কেউ মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এরইমধ্যে বিভিন্ন পদমর্যাদার ৮৪ জনকে আমরা এটাচ করে রেখেছি। বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১০ জুন) গাজীপুর মেট্রোপলিটনের গাছা ও কোনাবাড়ি থানা পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইতোমধ্যে আমি ৩০-৪০ জনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। যদি আরও ৩০-৪০ জনকে বাড়িতে পাঠাতে হয়, একটুও কুণ্ঠিত হব না—যদি তারা কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকে।

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। যদি এটা আমরা কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারতাম, তাহলে দেশ অনেক অনেক এগিয়ে যেত। এজন্য আমি সাংবাদিকদের সহযোগিতা চাই। আপনারা লোকজনকে সচেতন করুন। আপনারা যদি সত্য কথা লেখেন, তাহলে অনেক কিছু ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, আগে বলা হতো—জিডি ও মামলা পুলিশ নিতে চায় না। এজন্য আমরা ইতোমধ্যে মামলার গ্রহণ প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা গ্রহণ করেছি। এখন জিডি ঘরে বসেই করা যায়। ফলে মামলা করার জন্য মানুষকে থানায় যেতে হয় না, তাই হয়রানিও পোহাতে হয় না।

অন্তর্বর্তী সরকারেরর এই উপদেষ্টা বলেন, রিমান্ড নিয়ে নির্যাতনের কথা শুনি। এখন থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাচের মতো স্বচ্ছ ঘর করে দেওয়া হবে, যাতে অন্যরা দেখতে পারে আসামির সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে কিনা।


এ ক্যটাগরির আরো খবর..