14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা যাতায়াত পথের বিরোধে মারপিটে মহিলা সহ আহত-২

Link Copied!

পাইকগাছায় চলাচল পথের বিরোধে প্রতিপক্ষের মারপিটে গৃহবধু সহ ২ জন আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার
দিকে উপজেলার গড়ইখালী ইউপির হোগলার চক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে দ পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ
করছে।
অনুসন্ধানে জানাগেছে, হোগলার চকে বাড়ীর যাতায়াত পথ নিয়ে স্থানীয় ভূষন মন্ডলের পরিবার ও সন্তোষ মন্ডল
পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ভাবে এমনকি গড়ইখালী ইউনিয়ন পরিষদের
দুপক্ষের মধ্যে সালিশী সভা হয়। কিন্তু মিমাংসা না হয়ে বরঞ্চ উভয়ের মধ্যে বিরোধ আরোও মাথাচাড়া দেয়।
এ বিষয়ে স্থানীয় সঞ্জয় কুমার মন্ডল জানান, বুধবার রাত ৮ টার দিকে আমি ও ভাই ভুষন মন্ডল  দুভাই ঐ পথ দিয়ে নিজেদের
তরমুজ ক্ষেতে যাচ্ছিলাম। এ সময প্রতিপক্ষ সন্তোষ গংরা অকর্থ ভাবে গালি-গালাজ করছিল। উত্তর দেওয়া মাত্রই ওদের
বাড়ী থেকে সন্তোষ মন্ডল,কেশব মন্ডল, সহ বেশ কজন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এসে আমাদের দুভাই কে
মারপিট শুরু করে।
তিনি অভিযোগ করেন খবর পেয়ে বৌদি জয়ন্তী মন্ডল ( ২৮) ঠেকাতে আসলে সন্তোষ মন্ডল দা দিয়ে তার মাথা ও বাম
হতে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার সময অরবিন্দু মন্ডল (৫৫) নামে আরোও ১ জন আহত হন। ঐ রাতেই আহত জয়ন্তী
ও অরবিন্দু মন্ডল কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জয়ন্তী দেবর সঞ্জয় মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ
সন্তোষ মন্ডল, কেশব,সমরেশ,নির্মল,পরিতোষ মন্ডলের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। ওসি মোঃ জিয়াউর
রহমান অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

http://www.anandalokfoundation.com/