× Banner
সর্বশেষ
ক্যালিফোর্নিয়া টিভিতে (CA TV) শারদীয় দুর্গাপূজার আড্ডা গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুরের শিবচরে সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণাংকার নিয়ে চোররক্র

ডেস্ক

পবিত্র ঈদ উল আযহার যানজটে নাকাল ঘরমুখী মানুষ

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ৬ জুন, ২০২৫
যানজটে নাকাল ঘরমুখী মানুষ

পবিত্র ঈদ উল আযহার ছুটিতে নাড়ির টানে পথেঘাটে ঘরমুখী মানুষের ঢল । মহাসড়কগুলোতে গাড়ি চলাচলে ধীরগতির পাশাপাশি দেখা দিয়েছে যানজট। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার জুরে যানজট আর পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাটে ৪ কিলোমিটার জুড়ে যানজটে ভোগান্তিতে ঘরমুখী মানুষ।

বৃহস্পতিবার (৫ জুন) সরেজমিন সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, সারিবদ্ধভাবে সাজানো লঞ্চ, যাত্রীদের ভিড়, পরিপূর্ণ হলেই ছুটে চলছে নিজ গন্তব্যে। সদরঘাট লঞ্চ টার্মিনাল কোনো উৎসব এলেই ফিরে পায় তার পুরানো জৌলুস।

নির্বিঘ্ন এই লঞ্চযাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে কিছুটা আক্ষেপও ঝাড়ছেন কেউ কেউ। তারা বলছেন, অতিরিক্ত যাত্রী তোলার প্রতিযোগিতা বন্ধ হলেই ঈদযাত্রা পুরোপুরি আনন্দের হবে।

এদিকে ছুটি শুরুর দিন রাজধানীর গাবতলী, মহাখালী বাস টার্মিনালসহ মহাসড়কগুলোতে দেখা যায় ভোগান্তির চিত্র। অব্যবস্থাপনার অভিযোগ তুলে যাত্রীদের দাবি, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই পাননি কাঙ্ক্ষিত টিকিট।

দক্ষিণের প্রবেশদ্বার মাওয়া টোল প্লাজায় দেখা যায় যানবাহনের লম্বা লাইন। এ ছাড়া যানবাহনের চাপ বেশি থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। গাড়ির চাপে চলাচলে ধীরগতি দেখা যায় ঢাকা-ময়মনসিংহ রুটেও। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্র মহাসড়কে ছিল যানবাহনের সংকট।

ঈদ যাত্রায় সড়কপথের তুলনায় খানিকটা স্বস্তি রেলযাত্রায়। বেশিরভাগ ট্রেনই নির্দিষ্ট সময়ের ১০-১৫ মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে স্টেশন। তবে যাত্রীদের রয়েছে উপচে পড়া ভিড়।

এদিন দুপুরে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন রেল উপদেষ্টা ফাওজুল কবীর খান।

অনলাইনে টিকিট না পাওয়া নিয়ে আক্ষেপ রয়েছে যাত্রীদের। অনেকে স্ট্যান্ডিং টিকিটে উঠছেন ছাদে। তবু বাড়ি ফেরার স্বস্তি রয়েছে ঘরমুখো মানুষের।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের আশেকপুর থেকে যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে থেমে থেমে চলছে গাড়ি।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ২৩টি ফেরি থাকলেও, বৃহস্পতিবার (৫ জুন) বিকেল থেকে অতিরিক্ত যানবাহন আসার কারণে যানবাহন জমতে থাকে ঘাট এলাকায়। রাত তিনটার দিকে, যা নিয়ন্ত্রণহীন হয়ে পরে।

সে সময় যানজট ছড়িয়ে পরে ৪ কিলোমিটার এলাকাজুড়ে। এতে ভোগান্তি বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে যানবাহনের মাত্রা আরও বেড়ে যায়।

যাত্রীরা বলছেন, দীর্ঘ সময়, ঘাট এলাকা আটকে পড়ায়, চরম ভোগান্তি হচ্ছে।  একটি যাত্রী জানান, রাত দুইটার সময় এখানে এসেছি, এখনো ঘাট পার হতে পারিনি।


এ ক্যটাগরির আরো খবর..