২০২৩ সালে তিন কারণে ক্রাইসিস দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ আশঙ্কা করা হয় বলে জানান তিনি।
তিন কারণ হলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব, করোনা পরিস্থিতি থেকে উত্তরণ এবং চীনের পণ্য আসা কমে যাওয়া।
সংকট কাটাতে প্রধানমন্ত্রী ৬ পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম। সেগুলো হলো খাদ্য উৎপাদন বাড়াতে হবে, বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে হবে, রেমিট্যান্স বৃদ্ধির উদোগ নিতে হবে, বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে, খাদ্য মজুত ঠিক রাখতে হবে এবং খাদ্য আমদানিতে উৎসে কর বাদ দিয়ে আমদানিকারককে সস্তি দেওয়ার উদ্যোগ নিতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, থার্ড পার্টির কাছে না গিয়ে সরাসরি বিদেশ থেকে খাদ্যপণ্য কেনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।