শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দুস্থ অসহায় নারীদের মাঝে শাড়ী বিতরণ করেছেন বাগেরহাট রামকৃষ্ণ মিশন।
১৯ অক্টোবর সোমবার বাগেরহাট রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বিধবা, স্বামী নৃ-গৃহীতা, বয়জেষ্ঠ দুস্থ অসহায় নারীদের মাঝে ২৪০টি শাড়ী বিতরণ করা হয়।
স্বামী গুরুসেবানন্দ মৃদুল মহারাজ বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্তদের উৎসব আনন্দ ছড়িয়ে দিতে শাড়ী বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিমাসেই দুঃস্থ অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়ে থাকে।
এসময় বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মার্চ মাসে বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থ ও গরীব মানুষের সেবায় বাগেরহাট রামকৃষ্ণ মিশন ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে সরকার কর্তৃক নির্দেশিত করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।